জাতীয় পর্যায়ে দ্বিতীয় বারের মতো রাজশাহী কলেজ শীর্ষস্থান অর্জনের পুরস্কার গ্রহণ এবং অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের জন্মদিন উপলক্ষে অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্যবৃন্দ। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের দপ্তরে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরসিআরইউ’র সভাপতি শামসুননাহার সুইটি, সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ, দপ্তর সম্পাদক বাবর মাহমুদ, নির্বাহী সদস্য বাসির ফুয়াদ, আসাদুজ্জামান নূর, মোফাজ্জল বিদ্যুৎ, সহযোগী সদস্য রিবিকা বালা, নাজমুন নাহার নেহা, বাদশা বুলবুল, রুকাইয়া মিম, সুমাইয়া খান সুমি, নাজমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, রবিবার সকাল ১০টায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকল সরকারি কলেজ সমূহের মধ্যে রাজশাহী কলেজ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় বারের মত শীর্ষস্থান অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে সনদ ও পুরুস্কার গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এছাড়াও সেদিন তার ৫৬ তম জন্মদিন ছিল।
No comments