উন্নয়নের রূপকার খায়রুজ্জামান
হে আমার প্রাণপ্রিয় খায়রুজ্জামান নেতা
নগরীর উন্নয়নে হওনি কখনো তুমি পিছুপা
সবার কথা ভাবো তুমি বারবার
কখনো কি ভেবেছো তুমি নিজের কথা একবার
রাজনৈতিক পরিবারে জন্ম তোমার
তোমায় পেয়ে জীবন ধন্য হলো সবার।
নগরীর উন্নয়নে হওনি কখনো তুমি পিছুপা
সবার কথা ভাবো তুমি বারবার
কখনো কি ভেবেছো তুমি নিজের কথা একবার
রাজনৈতিক পরিবারে জন্ম তোমার
তোমায় পেয়ে জীবন ধন্য হলো সবার।
যতদিন তোমার দেহে আছে বল
আর আছে চোখে দৃষ্টি
জানি থামবেনা তুমি প্রতিনিয়তই করবে
কিছুনা কিছু সৃষ্টি।
আর আছে চোখে দৃষ্টি
জানি থামবেনা তুমি প্রতিনিয়তই করবে
কিছুনা কিছু সৃষ্টি।
প্রতিবন্ধীসহ পরিবার সবার তুমিই আশা
পাশে নিয়ে সবাইকে এগিয়ে যেও দিও ভালবাসা
করনা তুমি কোনো কিছুতেই কার্পণ্য হেনী
পাশে আছে সবসময় তোমার সহধর্মিনী রেনী।
পাশে নিয়ে সবাইকে এগিয়ে যেও দিও ভালবাসা
করনা তুমি কোনো কিছুতেই কার্পণ্য হেনী
পাশে আছে সবসময় তোমার সহধর্মিনী রেনী।
আশা রাখি আশায় বেঁধে রাখবো তোমায়
সম্মান জানিয়ে বলি একটু দোয়া দিও আমায়।
সম্মান জানিয়ে বলি একটু দোয়া দিও আমায়।
প্রশস্ত করলে তুমি রাজশাহীর রাস্তাঘাট
পরিষ্কার পরিচ্ছন্ন করলে তুমি এ নগরীর ফুটপাত
শহর ছিল অপরিষ্কার তৈরি করলে ডাস্টবিন
তোমার কাছে নগরবাসীর রয়ে গেল ঋণ।
পরিষ্কার পরিচ্ছন্ন করলে তুমি এ নগরীর ফুটপাত
শহর ছিল অপরিষ্কার তৈরি করলে ডাস্টবিন
তোমার কাছে নগরবাসীর রয়ে গেল ঋণ।
পিতা কামারুজ্জামানকে সবাই করে সম্মান
তাঁর পরেই নাম আসে তোমার নেতা খায়রুজ্জামান
জানি তুমি মনে রাখবেনা আমায়
গুরুত্বপূর্ণ পদে সবার মতো আমিও দেখতে চাই তোমায়।
তাঁর পরেই নাম আসে তোমার নেতা খায়রুজ্জামান
জানি তুমি মনে রাখবেনা আমায়
গুরুত্বপূর্ণ পদে সবার মতো আমিও দেখতে চাই তোমায়।
বিধাতা চাইলে রাজনীতি তোমাতেই হবে না শেষ
তোমার সাথেই দেখছে সবাই অর্ণা জামানের রেশ
কষ্ট করে উপর্জন করে তুমি হলে ধনী
তোমার সাথে সবকিছুই ধরে রেখেছেন স্ত্রী রেনী।
তোমার সাথেই দেখছে সবাই অর্ণা জামানের রেশ
কষ্ট করে উপর্জন করে তুমি হলে ধনী
তোমার সাথে সবকিছুই ধরে রেখেছেন স্ত্রী রেনী।
জননী তোমার ছেড়ে গেলেন তোমায়
সাথে দিয়ে দোয়া
ঘুরে তো দাঁড়াবেই তুমি নেতা
সাথে নিয়ে মায়ের ছায়া।
সাথে দিয়ে দোয়া
ঘুরে তো দাঁড়াবেই তুমি নেতা
সাথে নিয়ে মায়ের ছায়া।
তোমার বাবা আছে তোমার আর সবার অন্তরে
বাবার অপূর্ণ কাজগুলো করছো তুমি ঘুরে পথ-প্রান্তরে
যতদিন করবে এই সুন্দর পৃথিবী রান
সবাই তোমায় মনে রাখবেই নেতা খায়রুজ্জামান
দেশ হচ্ছে ডিজিটাল বাজছে যে রিংটন
সার্থক নামটি তোমার এএইচএম খায়রুজ্জামান লিটন।
বাবার অপূর্ণ কাজগুলো করছো তুমি ঘুরে পথ-প্রান্তরে
যতদিন করবে এই সুন্দর পৃথিবী রান
সবাই তোমায় মনে রাখবেই নেতা খায়রুজ্জামান
দেশ হচ্ছে ডিজিটাল বাজছে যে রিংটন
সার্থক নামটি তোমার এএইচএম খায়রুজ্জামান লিটন।
লেখক : জান্নাতুল মাওয়া সিফা
রাজশাহী।
রাজশাহী।
No comments