সর্বশেষ সংবাদ :

খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪৭টি প্রকল্পের উদ্বোধন ও ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে মহানগরীর খালিশপুরে তিতুমীর নৌ-ঘাঁটির ভিভিআইপি হেলিপ্যাডে অবতরণের পর নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর আজকের জনসভা সফল করতে  ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় ১০ লক্ষাধিক জনসমাগম ঘটানোর মাধ্যমে ব্যাপক শোডাউন করার টার্গেট নেওয়া হয়েছে। খুলনা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ জনসভায় অংশ নিবে। জনসভায় ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রশস্ত নৌকার আদলে সুসজ্জিত মঞ্চ করা হয়েছে। খুলনার ইতিহাসে এতবড় এবং ব্যয়বহুল মঞ্চ আগে কখনও নির্মাণ হয়নি।
প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভা ঘিরে খুলনা বর্ণিল সাজে সেজেছে। সর্বত্র এখন সাজ সাজ রব। দলীয় নেতাকর্মীদের মাঝে উত্সবের আমেজ বিরাজ করছে। বিভাগীয় জেলা সদরে প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয় দুই সপ্তাহ আগে থেকে আওয়ামী লীগ ও প্রশাসনে। প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে অভিনন্দন মিছিল করছেন তৃণমূল নেতাকর্মীরা। সারা নগরীতে শত শত মাইকিং চলেছে। জনসভাস্থল সার্কিট হাউজ মাঠে প্রবেশে নারীদের জন্য চারটি গেট করা হয়েছে। দুটি গেট পুরুষের জন্য। জনসভা নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জনসভার আগে বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী খুলনার মোট ৯৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরমধ্যে ৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং ৫২টি নতুন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হবে। এছাড়া জনসভা থেকেই আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নামও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর কাছে খুলনাবাসীর পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে খুলনা অঞ্চলে গ্যাস সংযোগ, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ক্যাডেট কলেজ, মেরিন একাডেমি, পূর্ণাঙ্গ আইটি ভিলেজ, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রিসার্চ সেন্টার, খুলনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ ও খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া হাউজ।
সুত্র:সিল্কসিটিনিউজ ,ইত্তেফাক

No comments