সর্বশেষ সংবাদ :

খালেদা জিয়ার রায়কে ঘিরে নাটোরে র‌্যাব-পুলিশের যৌথ মহড়া

আগামী ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নাটোরে র‌্যাব ও পুলিশ যৌথ মহড়রা করেছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের কানাইখালি সদর থানা ভবন থেকে র‌্যাব ও পুলিশের মহড়া শুরু হয়।
মহড়ায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে র‌্যাব ও পুলিশ এর কয়েক’শ সদস্য অংশ গ্রহন করে।
মহড়রাটি বনবেলঘড়িয়া বাইপাস হয়ে হরিশপুর বাইপাস এবং মাদ্রসামোড় থেকে দিঘাপতিয়া মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এসময় মহড়ায় পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন অতিরিক্তি পুলিশ সুপার খায়রুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমিত সাহা এবং র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের পক্ষ থেকে নেতৃত্ব দেন কমান্ডার মেজর শিবলি মোস্তফা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ, র‌্যাব এবং জেলা প্রশাসন মিলে শহরে মহড়রা দিয়েছি। এই মহড়ার মাধ্যমে আমরা জানান দিয়েছি, কেউ নাশকতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

No comments