‘চোরের জন্য আন্দোলন করছে বিএনপি’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছেন বলেই শাস্তি ভোগ করছেন। আর চোরের জন্য আন্দোলন করছেন বিএনপির নেতাকর্মীরা।’ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সরকারি মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বিকেল ৩টা ৫০মিনিটে জনসভা মঞ্চের পাশে রাজশাহীর ৩১টি উন্নয়ন প্রকল্পগুলোর নাম ফলকের ভিত্তিপ্রস্তরের উন্মোচন ও উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ৩টা ৫৫ মিনিটে জনসভা মঞ্চে আসন গ্রহণ করেন তিনি এবং মঞ্চে ওঠে জনতাকে হাত উচিয়ে অভিবাদন জানান। ৪টা ৩০ মিনিটে বক্তব্য শুরু করে ৪টা ৬৯ মিনিটে শেষ করেন।
শেখ হাসিনা বলেন, ‘এতিমের টাকা লুট করে খেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পরিবার ও বিএনপির নেতারা। টাকা চুরি করে বিএনপি নেত্রী জেলে গেছেন। আর চোরের জন্য আন্দোলন করছেন তার (খালাদ জিয়া) দলের লোকজন।’
এতিম খানার ঠিকানা কথায় প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, ‘এতিমদের জন্য কোন টাকা খরচ করা হয়নি। এতিমরা কোন টাকা পায়নি। এখন তিনি (খালেদা জিয়া) বলছেন, এতিমের টাকার সুদ বেড়েছে।’
বিএনপি-জামায়াত সরকারের আমলের সন্ত্রাসী কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা ক্ষমতায় এসে রাজশাহী নগরীকে সন্ত্রাসের নগরী সৃষ্টি করে। বাংলা ভাই সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন ও হত্যা করে।’ বিএনপি-জামায়াত সরকারের আমলে হত্যাকান্ডের শিকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম উল্লেখ্য করেন প্রধানমন্ত্রী।
বিএনপি বিদ্যুৎ দিতে পারে নাই; শুধু খাম্বা দিয়েছে বলে উল্লেখ, করে প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক খাম্বার ব্যবসা করত। সে শুধু খাম্বা দিয়েছে। রাস্তার দুপাশে খাম্বা আর খাম্বা, কিন্তু কোনো বিদ্যুৎ নাই।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, ডা. দীপু মণি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আকতার জাহান, আওয়ামী লীগেরর কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম ঠাণ্ডু।
জনসভা পরিচালানা করেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।সুত্র:পদ্মাটাইমস
No comments