সর্বশেষ সংবাদ :

‘রাসিক মেয়রের মন শুধু লুটপাটের দিকে’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘গত নির্বাচনে রাজশাহী সিটি করপোরেশনে আমাদের মেয়র না হতে পারলেও উন্নয়ন বন্ধ করিনি। টাকা দিয়েছি, প্রকল্প দিয়েছি। কিন্তু বিএনপির মেয়র তা বাস্তবায়ন করতে পারেনি। কারণ তার মন থাকে শুধু লুটপাটের দিকে।’
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সরকারি মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে রাজশাহীর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন দাঁড়িয়ে ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই রাজশাহীতে যখন মেয়র নির্বাচিত হলেন আমাদের খায়রুজ্জামান লিটন; তখন আপনারা দেখেছেন এই রাজশাহী শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট হয়েছে, সুপ্রিয় পানির ব্যবস্থা আমরা করেছি, নদী ভাঙন রোধ করার কাজ আমরা করেছি। আওয়ামী লীগ করে দিয়ে গেছে। আওয়ামী লীগ উন্নয়ন করে, আওয়ামী লীগ উন্নয়ন করতে পারে। এর আগে বিএনপির তো বহু মেয়র ছিল কি উন্নয়নটা করেছে?
শেখ হাসিনা বলেন, ‘গতবার মেয়র নির্বাচনে লিটন জিততে পারেনি, বিএনপির মেয়র হয়েছে। তার বিরুদ্ধেও তো দুর্নীতির মামলা। তার পরও সে ছিল। আমরা কিন্তু উন্নয়ন বন্ধ করিনায়। আমরা উন্নয়নের জন্য টাকা দিয়েছি, প্রকল্প দিয়েছি। কিন্তু তারা ব্যর্থ হয় এ প্রকল্প বাস্তবায়ন করতে। যত টাকা আমরা দিয়েছি এবং যত উন্নয়ণ প্রকল্প আমরা দিয়েছি, সেগুলি তারা একটিও ঠিকমত বাস্তাবায়ন করাতে পারেনি। তারা পারবেনা। কারণ ওদের মন থাকে শুধু লুটপাটের দিকে। এদের মাথায় আছে পচন। এদের নেতাই যদি এতিমের টাকা মেরে খায় তবে তার সাঙ্গ-পাঙ্গরা কি করতে পারে আপনারাই ভেবে দেখেন।’
বিকেল ৩টা ৫০মিনিটে জনসভা স্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চের পাশে রাজশাহীর ৩৪টি উন্নয়ন প্রকল্পগুলোর নাম ফলকের ভিত্তিপ্রস্তরের উন্মোচন ও উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ৩টা ৫৫ মিনিটে জনসভা মঞ্চে আসন গ্রহণ করেন তিনি এবং মঞ্চে ওঠে জনতাকে হাত উচিয়ে অভিবাদন জানান। ৪টা ৩০ মিনিটে বক্তব্য শুরু করে ৪টা ৫৯ মিনিটে শেষ করেন।সুত্র:পদ্মাটাইমস

No comments