সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীসহ সব নেতার বক্তব্যে ছিল লিটনের উন্নয়ন চিত্র

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই রাজশাহীতে যখন প্রথম আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হলো আমাদের খায়রুজ্জামান লিটন তখন আপনারা দেখেছে ব্যাপক উন্নয়ন হয়েছিল। রাস্তাঘাট হয়েছে, সুপ্রিয় পানির ব্যাবস্থা আমরা করেছি। নদীভাঙন রোধ করেছি। আওয়ামী লীগ করে দিয়ে গেছে। আওয়ামী লীগ উন্নয়ন করে। আওয়ামী লীগ উন্নয়ন করতে পারে।
প্রধানমন্ত্রী আরো বলেন, এর আগে তো বিএনপির বহু মেয়র ছিল। কি উন্নয়ন করেছিল? এবারেও মেয়র ইলেকশনে লিটন জিততে পারে নি। বিএনপির মেয়র। তার বিরুদ্ধেও দুনীতির মামলা। তারপরেও সে ছিলো। আমরা উন্নয়ন বন্ধ করিনি। আমরা উন্নয়নের জন্য টাকা দিয়েছি, প্রকল্প দিয়েছি। আমরা যতো টাকা ও প্রকল্প দিয়েছি তারা বাস্তবায়ন করতে পারেনি। তারা পারবে না। তাদের মনটাই থাকে লুটপাটের দিকে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখর, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আকতার জাহান, আওয়ামী লীগেরর কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম ঠাণ্ডু সবার বক্তব্যে ছিল সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের উন্নয়ন কর্মকান্ড। তারা সভাই আগামী সিটি করপোরেশন নির্বাচনে লিটনকে ভোট দেয়ার আহবান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচনের আগে পতিশ্রুতি দিয়েছিল হোল্ডিং ট্যাক্স কমাবে। তিনিও তার কথা রাখেন নি। তাই রাজশাহীর উন্নয়নে আবার লিটন ভাইকে ভোট দিন।সুত্র:পদ্মাটাইমস

No comments