সর্বশেষ সংবাদ :

রাজশাহীর ৩৪ উন্নয়ন প্রকপ্লের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আটটি নতুন থানাসহ রাজশাহীতে ২১টি প্রকল্পের উদ্বোধন ও ১৩টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজশাহী সফরে নগরীর মাদ্রাসা ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগের এক জনসভায় অংশ নিয়ে তিনি উন্নয়ন কর্মকান্ডগুলো উদ্বোধন করেন।
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গত নয় বছরে রাজশাহীতে শেখ হাসিনার পঞ্চম সফর এটি। এ উপলক্ষে রাজশাহী শহর সাজানো হয় মনোরম সাজে।
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকালে রাজশাহীর মাদ্রাসা ময়দানে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেন।
উদ্বোধন হওয়া আটটি নতুন থানা হল- রাজশাহীর চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা ও বেলপুকুর থানা।
এছাড়া বোয়ালিয়ায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন ও শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজের পাঁচতলা অ্যাকাডেমিক ভবন, পবায় দামকুড়া হাট কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন, বাঘায় আড়ানী ডিগ্রি কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন, তানোরে আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন, বাগমারা কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন, পুঠিয়ায় বিড়ালদহ কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন শেখ হাসিনা।
পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম, রাজশাহী (নর্থ) ফায়ার সার্ভিস স্টেশন, রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউট, গোদাগাড়ী উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম এবং রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এছাড়া রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয়তলা ছাত্রীনিবাস, কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি ২ ১০/১৩.৩৩ এমভিএ উপকেন্দ্র, মহেরচণ্ডী ৩৩/১১ কেভি ২ ১০/১৩.৩৩ এমভিএ উপকেন্দ্র, রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়কে ৩২৪ দশমিক ৫০ মিটার ফ্লাইওভার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, চারঘাট উপজেলার কৃষ্ণপুর থেকে জাহাঙ্গীরাবাদ সড়কে ৯৬ মিটার গার্ডার ব্রিজ, গোদাগাড়ী উপজেলার বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, চারঘাট উপজেলার চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করেন শেখ হাসিনা।সুত্র:পদ্মাটাইমস

No comments