সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল রয়েছে


রাজশাহীতে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগে পিএন গার্লস স্কুলের সামনে থেকে অভিভাবকরা তাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গণিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে সঙ্গে ওই কলেজছাত্রীর মোবাইলে পাওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে বলে জানান তিনি।
আটক কলেজছাত্রীর নাম রাবিয়া ইসলাম রিয়া। সে রাজশাহী সিটি কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। রিয়া মহানগরীর শাহমখদুম থানা শন্তসপুর এলাকার আমিনুল ইসলাম রান্নার মেয়ে।





বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে রিয়া নামের এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোনে পাওয়ার ‘ঘ সেট’ প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। ৩০টি প্রশ্নের সবগুলো মিল রয়েছে। তার এক ফেসবুক বন্ধু পরীক্ষা শুরুর প্রায় পৌনে এক ঘন্টা আগে প্রশ্নটি ম্যাসেঞ্জারে পাঠিয়ে বলে রিয়া পুলিশকে জানিয়েছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখে হচ্ছে। রিয়ার বিরুদ্ধে মামলা করা হবে। তার বন্ধুর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি।
আমান উল্লাহ বলেন, পরীক্ষা শুরুর আগেই মোবাইল ফোনে গণিতের একটি প্রশ্ন নামিয়ে পরীক্ষার্থীদের দেখায় রিয়া। এ সময় রিয়া একজনের হাতে একটি অংকের উত্তর খেলে দেয়। এর পর সে অন্নপূর্ণা কম্পিউটারের দোকানে প্রশ্নটি প্রিন্ট করতে যায়। এ সময় বিষয়টি টের পেয়ে ওই দোকানের মালিকের সহযোগিতায় কৌশলে ওই ছাত্রীকে আটকে রেখে পুলিশকে খবর দেয় অভিভাকরা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়।





No comments