সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ছাত্রদলের ঝটিকা মিছিল

দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে প্রায় একঘন্টা নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির কার্যালয়ের সামেন এ বিক্ষোভ সমাবেশ করে তারা। এছাড়াও সমাবেশ শেষে চলে যাওয়ার সময় ঝটিকা মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। সাড়ে ১১টার দিকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এর পর তারা দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসে পড়ে সমাবেশ করে। এসময় রাস্তার দুই পাশে পুলিশ অবস্থান নিয়ে সমাবেশ ঘিরে রাখে।
সমাবেশ সভাপতিত্ব করেন রাজশাহী সিটি মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।
সমাবেশে মিনু বলেন, ‘এই রায় বিচার বিভাগের রায় নয়, এটি সরকারের রায়। সরকার বিচার বিভাগকে আত্মস্বার্থে ব্যবহার করা হচ্ছে। বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশ না দিতে ষড়যন্ত্র করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত না করা হলে আন্দোলন চলতে থাকবে।’
এদিকে, সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীতে ঝটিকা মিছিল বের করে। সমাবেশ থেকে বের হয়ে মালোপাড়া মোড় থেকে তারা মিছিল শুরু করে। মিছিল নিয়ে তারা কাদিরগঞ্জ মোড়ে গিয়ে শেষ করে। মিছিলে খালেদা জিয়া মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।



পদ্মাটাইমস

No comments