খালেদার রায়ের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির সমাবেশ
বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির কার্যালয়ের সামেন এ কর্মসুচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র ও বিনপি নেতা মিজানুর রহমান মিনু, সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।
এ সময় বিএনপি নেতারা বলেন, এই রায় বিচার বিভাগের রায় নয়, এটি অবৈধ সরকারের রায়। বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশ না দিতে ষড়যন্ত্র করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার দেশের নেতাদের কৌশলে কারাগারে পাঠাচ্ছে। বিচারবিভাগকে আত্মস্বার্থে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীকে মুক্তি না করা হলে আন্দোলন চলতে থাকবে।
সিল্কসিটিনিউজ
No comments