পাশে জামায়াত নেই, মাঠে লড়তে পারেনি বিএনপি
সংসদের বাইরে থাকা প্রধান রাজনৈতিক বিরোধীদল বিএনপির পাশে নেই দলটির মিত্র জামায়াত। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল হওয়ার পরও রাজনৈতিক মাঠ দখলের লড়াইয়ে ব্যর্থ হয়েছে দলটি। এমনটাই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
পর্যবেক্ষকরা আরো মনে করেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে ২০ দলীয় জোটের আন্দোলনকে যেভাবে বেগবান করতে পেরেছিল বিএনপি জোট। কারণ তখন জামায়াত তার সর্বশক্তি নিয়োগ করেছিল আন্দোলনে।
আরেকটি জাতীয় নির্বাচনের খালেদা জিয়ার কারাদণ্ডের পরও মাঠ দখল নিতে পারছে না বিএনপি। এটাকে অনেকে বিএনপির রাজনীতির নতুন কৌশল হিসাবেও দেখছেন। যদিও বৃহস্পতিবার খালেদা জিয়ার সাজা হওয়ার আগে ও পরে বিএনপি, ছাত্রদল, যুবদল কেউই সরকারি দলের নেতাকর্মীদের সামনে মাঠ দখল করতে পারেনি।
এক্ষেত্রে জামায়াত, শিবিরের শক্তি বিএনপির সঙ্গে যুক্ত না হওয়ার কারণে এমনটা হয়েছে, যেখানে বিএনপিকে অনেক বেশি দুর্বল মনে হয়েছে। রায়ের আগেই দলটির পক্ষ থেকে যতই হুংকার দেয়া হয়েছিল সেগুলোর কোনটারই বাস্তবায়ন ঘটাতে পারেনি।
কেউ কেউ বলছেন, বিএনপির মাঠে রাজনীতি করার মূল শক্তিই হচ্ছে জামায়াত। এবার খালেদা জিয়ার রায় ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেদিক বিবেচনায় রাজনৈতিক মাঠ দখলে যে সুযোগ পেয়েছিল বিএনপি সেটিতে ব্যর্থ হয়েছে দলটি। মূল কারণ হিসাবে জামায়াতের পাশে না থাকাকেই বলছেন পর্যবেক্ষকরা।
জামায়াত কেন বিএনপির আন্দোলনের পাশে থাকছে না এমন প্রশ্নের জবাবে কেউ কেউ বলছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত মামলার দায়ভার জামায়াত নিতে চাচ্ছে না। এছাড়া জোটের স্বার্থসংশ্লিষ্ট অনেকগুলো বিষয় নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে বিরোধও কয়েকদিন আগে সুস্পষ্ট হয়েছিল।
সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচনের প্রার্থী দেয়া নিয়ে জামায়াতকে এক প্রকার পাত্তাই দেয়নি বিএনপি। এ অভিমান থেকেই বিএনপিকে পাস কাটিয়ে গা বাঁচিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার রাজনীতি করে যাচ্ছে দলীয় প্রতীক ও নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামায়াত। সূত্র- পূর্বপশ্চিম
পদ্মাটাইমস
No comments