পবায় এমপি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন
পবায় একদিনের এমপি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লব, জেলা মিশুক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা দিদার হোসেন ভুলু, নওহাটা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী, পবা প্রেসক্লাব সভাপতি কাজী নাজমুল ইসলাম, পবা উপজেলা সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ। এ টূর্ণামেন্টে আটটি দল অংশ নিচ্ছে।
No comments