সর্বশেষ সংবাদ :

বিএনপি নেত্রীর সাজা, তবুও রাজপথে ফাঁকা : শাজাহান

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়েছে। অথচ তার মুক্তির জন্য রাজপথে নেমে কেউ আন্দোলন করছে না। এতেই প্রমাণিত হয় জনগণ তার কাছ থেকে সরে গেছে।’ শুক্রবার সকালে মাদারীপুরে আছমত আলী খান স্টেডিয়ামে মিনি আর্টিফিসিয়াল টার্ফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘বিগত দিনে অন্য সরকারের আমলে কারফিউ এর মধ্যেও আওয়ামী লীগ মিছিল করেছে। পুলিশ গুলি করেছিল, তখন এক শিশু মারাও যায়। কিন্তু তখন আন্দোলন বন্ধ করতে পারেনি। আর আজকে খালেদার পক্ষে আন্দোলন করার মতো রাজপথে কেউ নেই।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বর্তমান সরকারের আমলে হয়নি উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলাটি হয়েছে। এই মামলায় বর্তমান সরকারের কোনও হাত নেই। আইন নিজস্ব গতিতে চলছে, বর্তমান আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আইনগত সহযোগিতা করেছে। খালেদা জিয়া রাজনীতিতে ফাউল খেলেছে, তাই তার পা ভেঙে গেছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার সামাজিক অবস্থান ও বয়সের বিবেচনায় পাঁচ বছরের সাজা হয়েছে। তবে হাইকোর্টে আপিল করলে সাজার মেয়াদ ১০ বছরও হতে পারে। দুর্নীতি করলে নিম্ন আদালতের চেয়ে উচ্চ আদালতে আপিলের পরে সাজা বেশি হয়েছে এমন উদাহরণ দেশে অনেক রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান প্রমুখ।

No comments