খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভার কর্মসূচি বিএনপির
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফের জনসভার কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী ১১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দলটি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১১ মার্চ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।’
এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই স্থানে একই দাবিতে সমাবেশ করতে চেয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে অনুমতি পায়নি বিএনপি। পরে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিলেও ‘অনুমতি না থাকায়’ সেটি আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে করতে পারেনি। পরে এর প্রতিবাদে মিছিল করে নেতা-কর্মীরা। সুত্র:সিল্কসিটিনিউজ
No comments