সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের স্মরণে রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১০ টায় পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়। এতে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ নিশারুল আরিফ, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, আরএমপির ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, পিবিআই এর এসপি মোঃ জুলফিকার আলী হায়দার, রাজশাহী জেলার এসপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, র‌্যাব-৫ এর অতিরিক্ত অধিনায়ক মেজর আশরাফ আলীসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মাঝে উপহার ও সম্মাননা পত্র প্রদান করা হয়। আলোচনা পর্বে আরএমপির পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, যে সকল পুলিশ সদস্য বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন তাদের পাশে পুলিশ বাহিনী সব সময় রয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের সবগুলো ইউনিট এই দিবসটি উদযাপন করছে।

No comments