গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া সাতটার দিকে ঢাকা থেকে যাচ্ছিলো হানিফ পরিবহনের একটি বাস। আর চাঁপাই থেকে একতা পরিবহন রাজশাহীর দিকে আসছিল। সারাংপুর বড় মসজিদের সামনে বাঁকের উপরে একেবারে পিছনে একতা পরিবহনকে ধাক্কা মারে।
হানিফ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হানিফের ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিলো বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরও অনেকে।
সুত্র:সিল্কসিটিনিউজ
No comments