সর্বশেষ সংবাদ :

আগামীকাল রায়কে কেন্দ্র করে রাজশাহীজুড়ে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ১৬

বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার আগে রাজশাহীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল থেকে মহানগরীসহ জেলা বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায় র‌্যাব ও পুলিশ। বিশেষ করে নগরসহ জেলায় বাড়ানো হয়েছে পুলিশ-র‌্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি।
এদিকে, রাজশাহীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মহানগর পুলিশ চারজন ও জেলা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্ণীতি মামলার রায় কেন্দ্র করে নগর ও জেলা পুলিশ বিশেষ অভিযান চালায়।মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে দুইজন বিএনপি ও ছাত্রদলের এবং দুইজন ছাত্রশিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। চার থানা ও মহানগর ডিবি পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ছাত্রশিবির কর্মী রুম্মান খন্দকার (২৪), আশিক হোসেন (২৭), ছাত্রদল কর্মী আবদুর রউফ ওরফে মিলন (২৮) ও বিএনপি কর্মী আবদুর রশিদ।
জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইয়া বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জন বিএনপির-জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজন বিএনপির ও চারজন জামায়াতের। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি।

No comments