খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজশাহী নগরজুড়ে পোস্টার
এতিমের টাকা আত্মসাতকারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজশাহী নগরজুড়ে পোস্টার সাটানো হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে পোস্টার সাটানো হয়েছে। তবে কে বা কারা এ পোস্টার তৈরী করেছে বা কারা প্রচার করছে তা জানা যায়নি।
বুধবার সকালে এসব পোস্টার চোখে পড়ে নগরবাসীর। যাতে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্ণীতির চিত্র তুলো ধরা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্ণীতি জনগনের কাছে তুলে ধরতে এ পোস্টার লাগানো হয়েছে বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ রায়ের আগে খালেদা জিয়ার শাস্তির চেয়ে রাজশাহীর বিভিন্ন স্থানে এ পোস্টার সাটানো হয়।
nice
ReplyDelete