জনসভায় আগতদের গাড়ি পার্কিংয়ে আরএমপির নির্দেশনা
আগামী ২২ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফর করবেন। ওই দিন প্রধানমন্ত্রী দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
প্রধানমন্ত্রীর চলাচলে নিরাপত্তার স্বার্থে এবং জনসভায় গমনাগমনে শৃঙ্খলা আনার জন্য রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য গাড়ি পার্কিং এর নির্দেশনা জারি করেছেন। মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফতে খায়ের আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে জনসভা অভিমুখী গাড়ী সিটি বাইপাস হয়ে তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় রাখা যাবে। আর নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে জনসভায় আগত গাড়ীগুলো ঢাকা বাস টার্মিনাল হয়ে সাগরপাড়া বটতলা এলাকায় পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে।
তবে স্টীকারযুক্ত গুরুত্বপূর্ণ গাড়ীগুলো জনসভা সংলগ্ন মাঠে (উত্তরা কমিউনিটি সেন্টার মাঠ ও টিচার্স ট্রেনিং কলেজ মাঠ) পার্কিং এর ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে নগরীর গুরুতপূর্ণ এলাকাগুলোতে যানজট মুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশ।
এছাড়াও প্রধানমন্ত্রী ভেন্যুতে যাওয়ার আধা ঘন্টা পূর্ব হতে ভেন্যুতে চলাচলের রুটটি জনসাধারণের চলাচলের জন্য পুরোপুরি নিয়ন্ত্রিত রাখা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে মহানগর পুলিশ।সুত্র:পদ্মাটাইমস
No comments