খালেদার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। নগরের মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি ও পাশের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশ থেকে রাজশাহী বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি করে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর বিএনপির নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজনা করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগরের সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আব্দুল গফুর, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আসাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত।
অপরদিকে একই সময় নগরের মালোপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃতোফাজ্জল হোসেন তপু।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুর সাত্তার মন্ডল, রাজশাহী জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথ সরকার, আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপি’র সিনিয়র-যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আশরাফুল ইসলাম বার্ড, যুগ্ম-সম্পাদক রায়হানুল আলম রায়হান, ওয়াদুদ হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মোহনপুর বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, দূর্গাপুর থানা বিএনপি সভাপতি গোলাম সাকলাই, পুঠিয়া বিএনপি সভাপতি আমিনুল হক মিন্টু, বাগমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, গোদাগাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাওয়াল আহম্মেদ, তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাবু, নওহাটা পৌর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবকের যুগ্ম-আহ্বায়ক নুসরাত রিজভী, জেলা মহিলাদল সভাপতি রোকসানা বেগম টুকটুকি প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা।সুত্র:পদ্মাটাইমস
No comments