সর্বশেষ সংবাদ :

অগ্রণী স্কুল এ্যান্ড কলেজে মাদক বিরোধী সচতেনতা সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী অগ্রণী মহাবিদ্যালয়ে ছাত্র-শিক্ষক, অভিাববক,থানা উপজেলা শিক্ষক,কর্মকর্তা,মসজিদের ইমাম সমন্বয়ে মাদক বিরোধী এক সচতেনতা সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টা স্কুল প্রাঙ্গনে বেলুন,ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভাপতি হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ঢাকার  অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূইয়া , আরএমপির উপ পুলিম কমিশনার  সাজিদ হোসেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার  এবং কলেজর অধ্যক্ষ সাইফুল হক চাঁদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজকে এমনভাবে গ্রাস করেছে, এখান থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য হয়ে পড়েছে। মাদক আগ্রাসন যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। সমাজের যুবকরা মাদকের কুপ্রভাবে যেভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। মাদকের ভয়াল থাবা যুবসমাজকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। এর কুফলে দিনকে দিন সন্ত্রাস ও ইভটিজিং এর হার বেড়ে চলেছে। নেশার ছোবলে যুবসমাজের নৈতিক এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তাই মাদকের আগ্রাসন ও অভিশাপ থেকে মুক্তির জন্য শুধু প্রশাসনিক ও আইনি ব্যবস্থাই যথেষ্ট নয়, সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

No comments