সর্বশেষ সংবাদ :

মিডিয়া কাপ টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন ডাইনামিক রিপোটার্স

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত মিডিয়া কাপ ক্রিকেটর ফাইনালে মিডিয়া গ্লাডিয়েটর কে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডাইনামিক রিপোটার্স। রোববার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডাইনামিক রিপোটার্স এর অধিনায়ক মোস্তাফিজুর রহমান খান। তারা নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৫ রান। দলের পক্ষে সুমন ২৭ বলে ৮৩ ও বাপ্পী ৪৯ রান করেন। বিপক্ষ দলের জনি ও লেলিন দুইটি করে উইকেট লাভ করেন।
১৭৬ রানের বড় টার্গেট সামনে নিয়ে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে থেমে যায় মিডিয়া গ্লাডিয়েটর এর ইনিংস। দলের পক্ষে কৌশিক ২৭ ও জনি ও রকি ২৩ রান করেন। সুমন ২ উইকেট এবং সোহেল মাহবুব ও আশিক একটি করে উইকেট নেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সকরাক সহ রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েনউদ্দিন আয়েন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সংবাদিক কল্যাণ তহরিলের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী সহ টুর্ণামেন্ট কমিটির আহব্বায়ক তবিবুর রহমান মাসুম ও সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।

No comments