৮ ফেব্রুয়ারি রাস্তায় থাকবে রাজশাহী জেলা আ.লীগ
আগামী ৮ ফেব্রুয়ারী রাজশাহীর সকল উপজেলা সদরে অবস্থান নেবে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার রায়ের পর বিএনপির নেতাকর্মীরা কোন প্রকাশ নাশকতা চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই রাস্তায় থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার বিকেলে নগরের নানকিং দরবার হলে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম আখতার জাহান এমপি।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, সদস্য সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, যুব ও ক্রীড়া সম্পাদক মুখতার হোসেন, সদস্য ফকরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক তাজবুল ইসলাম, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান রবু, এ্যাড. মকবুল হোসেন খান, শ্রী অনিল কুমার সরকার, মো. রুস্তম আলী, আব্দুল মজিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জমান চঞ্চল, সদস্য রায়হানুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এজাজুল হক মানু, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাত উদ্দিন শাহীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. এহসান উদ্দিন শাহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আ.ও.ম. নূরুল ইসলাম হিরু মাষ্টার, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, আমানুল হাসান দুদু, গোলাম ফারুক, জমসেদ আলী, আব্দুল বারী, মাজদার রহমান সরকার, মো. আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাজ্জাক, জাহানার বেগম, মোবারক হোসেন, রোকনুজ্জামান রিন্টু।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ ওয়াশি কেটু, জেলা তাঁতী লীগের সভাপতি সালেহ হামিম টুটুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী।
সভায় তিনটি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল করতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ১২ ফেব্রুয়ারীর মধ্যে সম্পন্ন, করতে হবে। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার মিছিল, সভা, সমাবেশ করা এবং ৮ ফেব্রুয়ারী সকল উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে অবস্থান গ্রহণ।
No comments