পবায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক
রাজশাহীর পবার নওহাটা থেকে চাঁদা আদায়ের রশিদসহ ৬ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নওহাটা ডিগ্রি কলেজের পিছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পবা থানার মাধবপুর গ্রামের মজের আলী ছেলে মাসুম (২৮), শ্রীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মারুফ মুর্তজা (২৫), বসন্তপুর গ্রামের কেতাব আলীর ছেলে খালেদ হাসান (২৮), বড়গাছ সরকারপাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২২), নগরীর শাহ মখদুম থানার বায়া এলাকার সাইদুর রহমানের ছেলে শাহাদৎ হোসেন (৩০) এবং মোহনপুর উপজেলার মৌপাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে সবুজ আহমেদ (২৫)।
পবা থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী জানান, জামায়াত শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে নওহাটা ডিগ্রী কলেজের পিছনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পয়ে অনেকে পালিয়ে যায়। পালানোর সময় পুলিশ ছয়জনকে আটক করে। তাদের কাছে থেকে চাঁদা আদায়ের রশিদ ও একটি হাদিশ শরীফ পাওয়া গেছে। নাশকতার পরিকল্পনা করতে তারা গোপন বৈঠক করছিলে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
No comments