সর্বশেষ সংবাদ :

১৬নংওর্য়াড আওয়ামী যুবলীগের ৭১ সদস্যের কার্য়নিবাহী সভা ও ১৬নংওর্য়াড আওয়ামী যুবলীগ নামে একটি অনলাইন নিউজ পেপার উদ্বোধন ।






নিজস্ব প্রতিবেদকঃ ১৬নংওর্য়াড আওয়ামী যুবলীগের ৭১ সদস্যের  কার্য়নিবাহী সভা  ও ১৬নংওর্য়াড আওয়ামী যুবলীগ নামে একটি অনলাইন নিউজ পেপার উদ্বোধন করেন  ।
 ২ ফ্রেব্রুয়ারী ২০১৮ রোজ শুক্রবার সন্ধ্যা ৬.০০ঘটিকায় সময় ১৬নং ওর্য়াড যুবলীগের কার্য়নিবাহী সভা শুরু করেন ।
কার্য়নিবাহী সভায় উপস্তিত ছিলেন প্রধান অতিথি জনাব ফিরোজ কবির সেন্টু ,ত্রান ও সমাজ কল্যান বিষায়ক  সম্পাদক  রাজশাহী মহানগর আওয়ামীলীগ । সভাপতিত করেন ১৬নং ওর্য়াড যুবলীগ এর সভাপতি মোঃ আঃ খালেক সভা পরিচালনা করেন  ১৬নং ওর্য়াড যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মিঠুন শেখ
এই কার্য়নিবাহী সভায় উপস্তিত সকল সদস্য এক মত হয়ে আবার নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই কে আবার মেয়র হিসাবে পেতে মাঠে কাজ করার শপত নেন ১৬নংওর্য়াড আওয়ামী যুবলীগ  ।
( মোঃরাজিব ইসলাম সাদিক ,দৈনিক রাজশাহীর কন্ঠ )

No comments