খালেদা জিয়ার রায়ে নিরবতা মানে বিএনপি সন্তুষ্ট’
বেগম খালেদা জিয়ার দুর্নীতি রায়ে বিএনপি সন্তুষ্ট দাবী করে সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম আশানুর বিশ্বাস বলেছেন, রায়ে দেশের মানুষের আশা পুরুন হয়েছে। তবে আমাদের দাবী ছিল ৭ বছর তার কারাদন্ড হবে। হবে ৫ বছর হয়েছে এতেই আমরা সন্তুষ্ট।
এ রায়ে বিএনপির তৃনমুলের নেতা-কর্মীরাও কম খুশী হননি। তারও সন্তুষ্ট হয়েছেন। কারন, নেত্রীর সাজার পর কেউ মাঠে নামেন নি। তাই তাদের নিরবতাই প্রমান করে কর্মীদের সন্তুষ্টির কথা। আশানুর বিশ্বাস, বৃহস্পতিবার দুপুরে বেলকুচি বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থান কর্মসুচিতে টেলিভিশনে রায় ঘোষনার খবর শুনে সমবেত আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। এরপর উৎসাহে মেতে উঠে নেতা কর্মীরা। দেয় আনন্দ আর প্রতিবাদী শ্লোগান। এখানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা উপস্থিত এতিম খানার শিশুরাও খালেদা জিয়ার দুর্নীতির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments