সর্বশেষ সংবাদ :

জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে ১৪ দল – নাসিম

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে ১৪ দল। আদালতের উপর আওয়ামী লীগ ও ১৪ দলের বিশ্বাস আছে। ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আদালত যে রায় দিবে ১৪ দল তা মেনে নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম। গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে নাসিম বলেন, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য যেসব দাবি করেছে তা শুধু অসংবিধানিকই নয় নির্বাচন ভণ্ডুল করার পূর্বকৌশলও। বিএনপি নেত্রী একটি হাস্যকর কথা বলেছেন, প্রশাসন, বিচারবিভাগ ও পুলিশ বাহিনী নাকি তাদের সঙ্গে রয়েছে। যদি তাই হয় তাহলে তো সরকারের মধ্যেও তাদের লোক রয়েছে।
বিএনপি নেত্রীর নির্বাচনে আসতে তাহলে এত ভয় কেন? আসলে তিনি হীনম্মন্যতায় ভুগছেন। প্রশাসন থেকে সবকিছুই নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হয়ে কাজ করে। তারা কোনো দলের প্রতিনিধি হয়ে কাজ করে না। নাসিম আরো বলেন, বিএনপি-জামায়াত বিভিন্ন সময় নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। নতুন নতুন অজুহাত দাঁড় করানো হচ্ছে। খালেদা জিয়ার কথায় তা আবারো স্পষ্ট হয়েছে। এর আগেও তারা ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। এ দল এমন কাজ আবারো শুরু করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জনগণের জান-মাল রক্ষার্থে তা প্রতিহত করবে। নাসিম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিএনপি আসামি ছিনতাই করেছে। রাইফেল ভেঙে ফেলেছে। তারা পুলিশ বাহিনীকে অস্থিতিশীল করে তুলছে। অথচ বিএনপি নেতারা সেখানে উপস্থিত থাকার পরেও কিছু বলেনি। তারা রাজনৈতিক দল নাকি সন্ত্রাসের দল। আগামী কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগ রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহসহ আরো কয়েক জায়গায় বিভাগীয় সম্মেলন করবে বলে জানান তিনি। তিনি বলেন, এ বছর বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ দল বিশ্বাস করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দল আবারো বিজয় লাভ করবে।
 সভায় ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, তরীকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। 

No comments