বিশ্ব মহারথীদের ছাড়িয়ে ইউনেস্কোর ‘শান্তি বৃক্ষ’ পুরস্কার পেলেন শেখ হাসিনা
একটি দেশের অন্যতম প্রধান সম্পদ হলো সেই দেশের মানব সম্পদ।আর যে দেশে শিক্ষিত মানব সম্পদ আছে সেই দেশ সবার থেকে এগিয়ে । একটি দেশের অভ্যন্তরীণ উন্নতি এবং দেশকে সামনের দিকে পরিচালিত করতে শিক্ষিত মানব সম্পদের গুরুত্ব অপরিসীম।
নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই নারী শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন এবং তার ক্ষমতার শুরু থেকেই তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।
নারী ও কন্যা শিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা প্রসারে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইউনেস্কোর দেওয়া স্মারক ‘শান্তি বৃক্ষ’ বিশ্বের সব নারীর প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি মনে করি, উপযুক্ত শিক্ষাই পারে একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। যে কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও শিক্ষাই দিতে পারে। আমরা সে কাজটিই করে যাচ্ছি।
প্রধানমন্ত্রীর এসকল পদক্ষেপ অব্যাহত থাকলে অতি শীঘ্রই পি.এস.সি, এস.এস.সি এবং এইচ.এস.সি তে ৯৮ শতাংশ নারী ও কন্যা শিশুদের শিক্ষার হার বাস্তবায়ন সম্ভব।
No comments