জনগণই খলেদা জিয়াকে কারামুক্ত করবে-মিনু
দলীয় চেয়ার পার্সন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে রাজশাহীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বিএনপি। রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে নগরীর মালোপাড়া এলাকায়। সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচিটি শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদল সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত প্রমুখ।
এসময় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে আওয়ামী লীগ সরকার ভুল করেছে। এই অবৈধ সরকারের অবৈধ রায় জনগণ মেনে নিবে না। তাই জনগণ খালেদাকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়েছেন। দেশের জনগণই খালেদাকে কারামুক্ত করবেন। জনগণের প্রতিবাদের মুখে এই সরকারেরও পতন হবে।সুত্র:সিল্কসিটিনিউজ
No comments