সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগ জিতলে চুড়ি পরবো: কাদের সিদ্দিকী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের বিজয় হয়, তাহলে হাতে চুড়ি পরবেন বলে ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, নিরপেক্ষ ভোট নিশ্চিত করা গেলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। আর যদি যায় তাহলে আমি হাতে চুড়ি পরবো।’ গতকাল দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী দাবি করেন, ক্ষমতা হারানোর পর এখন বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেঁচে আছেন। কিন্তু ক্ষমতা হারালে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পালিয়েও বাঁচবে না। আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মাত্র ১৩ পার্সেন্ট ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনার মানায় না।
কাদের সিদ্দিকী দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ হলেও বর্তমানে আওয়ামী লীগ নেতা-কর্মীরাই বঙ্গবন্ধুকে ভালোবাসে না, তারা ভালোবাসে ক্ষমতা।’ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আর আওয়ামী লীগ করে না বলেই সেই দলে ‘বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী’ হাসানুল হক ইনু আর ‘বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতা’ বানানোর স্লোগান দেয়া মতিয়া চৌধুরীর মতো মন্ত্রী আছেন বলে কাদের সিদ্দিকী দাবি করেন। নাটোর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর প্রতীক হাবিবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় যুব শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সোহেল, স্থানীয় নেতা মুক্তিযোদ্ধা তমসের আলী, সাইফুল ইসলাম, কায়সার জামান খান, এসএম আয়নাল হোসেন ও সোহরাব হোসেন।

No comments