সর্বশেষ সংবাদ :

শিক্ষার্থীদের দেশ-ভাষা-মুক্তিযুদ্ধের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে : লিটন

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, নগর সভাপতি ও সাবেক মেয়ল এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় বড় করে তৈরি করতে না পারলে দেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি তৈরি হয়। জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে। তাই প্রত্যেকের সচেতন হয়ে শিক্ষার্থীদের দেশ সম্পর্কে, ভাষা সম্পর্কে ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। সবকিছু সরকার করে দিবে এমন ভাবাটা ঠিক না। সরকার তার নিজের জায়গা থেকে কাজ করছে। আমরা করবো আমাদের জায়গা থেকে। এর মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে ও আগামীতে যাবে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহীর ৪নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।রাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন রাবির অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সাফি, রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. এএনকে নোমান, অধ্যাপক ড. জালাল উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান আজাদ, হাফিজুর রহমান বাবু, হিমাদ্রী প্রসাদ রায় লিটন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু প্রমুখ।

No comments