রাজশাহীতে খালেদার রায়কে কেন্দ্র করে বিএনপির অবস্থান কর্মসূচী
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ। রায়কে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই সারাদেশের ন্যায় রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার।

বৃহস্পতিবার ভোর থেকেই রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাকে উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে এসে পৌঁছেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার ভোর থেকেই রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাকে উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে এসে পৌঁছেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
এরপর সকাল ১০ টার দিকে কার্যালয়ে এসে পৌঁছান নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনসহ নেতৃবৃন্দ।
পরে কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচীতে মিলিত হন বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ।
No comments