সর্বশেষ সংবাদ :

রাজশাহীর আদালত চত্বর থেকে হ্যান্ডকাপসহ আসামি পলাতক

রাজশাহীর আদালত থেকে হ্যান্ডকাপসহ এক আসামি পালিয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে হ্যান্ডকাপ ও দড়ি হাতে নিয়েই আদালত চত্বর থেকে পালিয়ে যায় বলে জানান রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।
পালাতক ওই আসামীর নাম ইব্রাহিম মার্সাল। তার বাড়ি নগরের শিরোইল এলাকায়। সোমবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ মার্সালকে সন্দেভাজন আসামী হিসেবে আটক করে।
ওসি হাফিজুর রহমান জানান, আরএমপি অধ্যাদেশ আইনের ৩২ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ইব্রাহিমকে আদালতে চালান দেয় বোয়ালিয়া থানা পুলিশ। আদালতে নেয়ার পর পুলিশের কাছ থেকে হটাৎ দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর পরই তাকে গ্রেপ্তারের জন্য মহানগর পুলিশ অভিযান শুরু করে বলে জানান তিনি।সুত্র:পদ্মাটাইমস

No comments