নৈরাজ্য সৃষ্টির চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করব: আইজিপি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবেলা করার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ৮ ফেব্রুয়ারি কিছু হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এজন্য জনগণকে ভীত না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।
বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরের পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। মামলাটির অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গত ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই কথার লড়াই চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে।
বৃহস্পতিবারের রায় নিয়ে ইতোমধ্যে জনমনে দেখা দিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। রায়কে ঘিরে জননিরাপত্তা যেন বিঘ্ন না হয় এজন্য রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাতে নির্জনতার সুযোগে নাশকতার চেষ্টা ভণ্ডুল করে দিতে র্যাবের টহল জোরদার করা হয়েছে। বিশেষভাবে সতর্ক পুলিশও।
আইজিপি বলেন, রায়কে ঘিরে কোনো গোষ্ঠী জননিরাপত্তায় বিঘ্ন ঘটাতে চাইলে পুলিশ তা মোকাবেলা করবে। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে কোনো অপচেষ্টা পুলিশ কঠোরভাবে পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করবে। এজন্য ঢাকাসহ দেশের সব জেলা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা করার চেষ্টার কোনো তথ্য পেলে ৯৯৯-এ ফোন করে জানানোর অনুরোধ করেছেন আইজিপি।
আগামীকাল এসএসসি পরীক্ষা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। যান চলাচল ও পরীক্ষায় কোনো সমস্যা হবে কি-না জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হবে। গুজবে কান দেবেন না। আগামীকাল কিছু হবে না।
রায় ঘিরে বিএনপি ও সরকারি দল মাঠে থাকবে- এতে কোনো নাশকতার সম্ভাবনা আছে কি না? এ প্রশ্নে আইজিপি বলেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছি না। রায়কে ঘিরে জনজীবনকে অস্বাভাবিক করতে পারে এমন কোনো কর্মসূচি হতে দেয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।
গণগ্রেপ্তার প্রসঙ্গে আইজিপি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ ওয়ারেন্টভুক্ত আসামি, কেউ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এটি নিয়মিত প্রক্রিয়া।
গণগ্রেপ্তার প্রসঙ্গে আইজিপি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ ওয়ারেন্টভুক্ত আসামি, কেউ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এটি নিয়মিত প্রক্রিয়া।
No comments