সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর বাঘা থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে আটটার দিকে বাঘা থানার মীরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘার ভানুকর মীরগঞ্জ এলাকার মোনার উদ্দিনের ছেলে মাসুদ রানা(২৭), মাছুম প্রামানিকের ছেলে রাজন প্রামানিক(২৪) এবং মৃত মমতাজ আলীর ছেলে হায়দুর(৩৫)।
রোববার র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাঘা থানার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীদেরকে ৫০০ বোতল ফেনসিডিল ও মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
র‌্যাব আরো জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

No comments