রজশাহী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কাশিয়াডাঙা কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।।
আগামী ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী মাদ্রাসা ময়দানে জনসভা সফল করার লক্ষ্যে এবং ১৫ ফেব্রুয়ারী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রের নির্দেশে রাজশাহীতে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে জনসভা সফল করার জন্য এ সভার আয়োজন করা হয়।
রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মো. আবু সালেহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ, এইচ, এম খালেদ ওয়াশী কেটুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ, কে, এম আসাদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমদাদুল ইসলাম মাষ্টার, যুব ও ক্রীড়া সম্পাদক মো. মোখতার হোসেন।
এছাড়াও সভায় জেলা যুবলীগের জেলা কমিটি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় ২২ তারিখের জনসভায় সফল করার জন্য উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ৮ তারিখে সকল উপজেলায় এবং জেলা পর্যায়ে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র লক্ষীপুর মিন্টু চত্বরে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। সেই সাথে ১৫ ফেব্রুয়ারী কেন্দ্রিয় যুবলীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়।
No comments