সর্বশেষ সংবাদ :

খালেদাক ছাড়া বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন থেমে থাকবে না-রাজশাহীতে নাসিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মঙ্গলবার বিকেলে জনসমাবেশ করেছে আওয়ামী লীগ। নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এসময় তিনি তারন বক্তব্যে বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা লুটকারী। তার বিচার হয়েছে আদালতে। তাকে ছাড়া বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনী ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। দেশের উন্নয়নের গতি স্বাভাবিক রাখতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে জনগণ। কিন্তু উন্নয়ন বাধাগ্রস্থ করতে কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে সে চেষ্টা সফল হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন প্রতিহত চেষ্টাকারীদের মোকাবেলা করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জাদান আসাদসহ প্রমুখ।সুত্র:সিল্কসিটিনিউজ

No comments