সর্বশেষ সংবাদ :

ফেব্রুয়ারীতে রাজশাহীতে ৫ নারী ও ৭ শিশু নির্যাতনের শিকার

রাজশাহী জেলার মহানগর ও নয়টি থানায় গত মাসে মোট ১২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটে ৫টি ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৭টি। স্থানীয় ও জাতীয় সংবাদপত্র সমূহ এবংএসিডির নিজস্ব প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই জরিপ পরিচালিত হয়েছে।
জেলায় গত মাসে ৫টি নারী নির্যাতনের খবর পাওয়া গেছে। এর মধ্যে মহানগরীর চারটি থানায় সংগঠিত হয়েছে ২টি । মহানগরীর বাহিরের থানা সমূহে সংঘটিত হয়েছে ৩টি নির্যাতনের ঘটনা। এর মধ্যে বাগমারায় ২ টি তানোরে ১ টি, বাঘা, মোহনপুর, পুঠিয়া, চারঘাট, গোদাগাড়ী, পবা, দূর্গাপুর থানা এলাকায় কোন নির্যাতনের খবর পাওয়া যায়নি । এর মধ্যে হত্যা৩টি, ধর্ষণ ১ টি,আতœহত্যা ১ টি।
জেলায় গত মাসে শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৭টি। এর মধ্যে মহানগরীতে সংগঠিত হয়েছে ২টি এবং মহানগরীর বাহিরের নয়টি থানায় সংঘটিত হয়েছে ৫টি। এর মধ্যে বাগমারায় ১ টি, গোদাগাড়ীতে ১ টি, দূর্গাপুরে ১ টি, তানোরে ২ টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে, বাঘা, মোহনপুর, পুঠিয়া, চারঘাট, পবা থানা এলাকায় শিশু নির্যাতনের কোন খবর পাওয়া যায়নি। এ মাসে শিশুহত্যার ঘটনা ঘটে হত্যা ১টি, ধর্ষণ ১ টি, ধর্ষণের চেষ্টা ২টি, ইভটিজিং ১টি , ও অন্যান্য ঘটনায় ২টি শিশু নির্যাতনের শিকার হয়। গত মাসে বাঘা, মোহনপুর, পুঠিয়া, চারঘাট, পবা য় থানায় কোন শিশু নির্যাতনের খবর পাওয়া যায় নি।
এ মাসের আলোচিত বিষয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ এলাকায় প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ করেন এক বৃদ্ধ । পরবর্তীতে ৯৯৯ এর সহায়তায় বৃদ্ধকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়।অপর এক ঘটনায় বাগমারা উপজেলায় ৩ মাসের অন্তঃসত্তা স্ত্রীকে যৌতুকের কারনে পিটিয়ে হত্যা করে স্বামী আবুরায়হান।সুত্র:সিল্কসিটিনিউজ

No comments