বড়াইগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান সহ ৫ বিএনপি নেতা আটক
নাটোরের বড়াইগ্রামের উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হেলেনা বেগম ও পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক এম. লুৎফর রহমান সহ ৫ বিএনপি নেতাকে আটক করে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের মালীপাড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে অবস্থান কর্মসূচী পালনকালে নাশকতা সৃষ্টির লক্ষে একত্রে জড়ো হয়েছে এমন সন্দেহে পুলিশের বিশেষ টীম ওই দুই নেতাসহ পৌর বিএনপি’র সহ-সভাপতি হোসেন ফকির, পৌর ছাত্রদল নেতা তুহিন সেখ ও সোহেল হোসেনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. আব্দুল কাদের সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অহেতুক এই হয়ারনীমূলক গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আগের দিন বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন উপজেলার সর্বত্র ছিলো পুলিশের কড়া নজরদারী। বনপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতা কর্মীরা নাশকতা ঠেকাতে সকাল থেকেই অবস্থান নেয়।
No comments