রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে নগরীর তালাইমারি ইয়াং ক্লাবের উদ্যোগে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নগর সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
ক্লাবের সভাপতি ইঞ্জি. রাজিবুল হাসান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি ছিলেন মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু প্রমুখ।
No comments