সর্বশেষ সংবাদ :

কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালত থেকে বের করে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে খালেদা জিয়াকে আদালত থেকে বের ৩টা ১০ মিনিটে কারাগারে নিয়ে যেয়ে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের জেল ঘোষণা করেন আদালত। একই মামলায় তারেক রহমানসহ অন্য পাঁচ আসামীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আসামীদের জরিমানা করা হয়েছে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা।
রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রায়ের মধ্য দিয়ে এটা প্রমানিত হয়েছে যে বিএনপি আমলে বাংলাদেশ অপরাধীদের স্বর্গ ছিল।

No comments