সর্বশেষ সংবাদ :

পুলিশ বেষ্টনীতে রাজশাহীতে যুবদলের সমাবেশ


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ অন্যদের কারাদণ্ডের প্রতিবাদে সমাবেশ করছে রাজশাহী মহানগর যুবদলের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল থেকেই পুলিশ ভূবনমোহন পার্কের চারপাশ ঘিরে রাখে। আর কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগরীতে পুলিশি বেষ্টনীর মধ্যে সমাবেশ করছে নেতাকর্মীরা। এখান থেকে তারা মুহূর্মুহূ স্লোগান দিতে থাকেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম সিল্কসিটিনিউজকে বলেন, বিএনপির মিছিল সমাবেশের ঘোষণায় নগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।

No comments