সর্বশেষ সংবাদ :

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্টের জমিতে বসছে মেলা

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্টের এর জমিতে আগামীকাল বুধবার মেলা বসছে। জায়গাটি বগুড়ার গাবতলী উপজেলার সদর ইউনিয়নের দাড়াইল বাজার সংলগ্ন এলাকায়।
ঐতিহাসিক পোড়াদহ মেলাকে কেন্দ্র করে আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন জুড়ে স্থানীয়দের আয়োজনে মেলা হয়ে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার ওই জমিতে স্থানীয়দের আয়োজনে বসবে একদিনের মেলা। মেলায় বড় মাছ ও মিষ্ঠি’সহ কাঠের জিনিজপত্র পাওয়া যাবে।
মেলার আয়োজকরা জানান, প্রতিবছরে এখানে মেলা হয়ে আসছে। এবছরেও একদিনের জন্য হলেও মেলা হবে।
জিয়া অরফানেজ ট্রাষ্টের জায়গায় মেলা লাগানো প্রসঙ্গে গাবতলি থানার ওসি তদন্ত নুরুজ্জামান বলেন, জায়গাটি ফাঁকা থাকার কারণে স্থানীয়রা মেলাটি লাগিয়েছে।সুত্র:সিল্কসিটিনিউজ

No comments