নাটোরে আওয়ামী লীগের মোটর শোভাযাত্রা
বেগম জিয়ার রায়কে ঘিরে বিএনপির নৈরাজ্য চেষ্টার বিরুদ্ধে নাটোরে মোটর শোভাযাত্রা ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী দলীয় কার্যালয় থেকে মোটর শোভাযাত্রা বের করে। পালপাড়া, বড়গাছা, স্টেশন বাজার, বেলঘরিয়া বাইপাস, তেবাড়িয়া, পিটিআই মোড়, হরিশপুর বাইপাস এবং মোহনপুর ও আদালত পাড়া এলাকা প্রদক্ষিন শেষে সন্ধ্যার পর কানাইখালী এলাকায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে সাংসদ শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মোর্তুজা আলি বাবলু, দিলীপ কুমার দাস প্রমুখ। সমাবেশ থেকে বৃহস্পতিবার প্রেস ক্লাব সহ কয়েকটি এলাকায় দলের নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার ঘোষনা দেওয়া হয়।
এদিকে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ শহরের হরিশপুর, বড়গাছা ও ইসলাবাড়ি এলাকা থেকে বিএনপির তিন কর্মীকে আটক করেছে। ছাত্রদলের সাবেক সভাপতি রবিউর রহমান টিটন, জাসাস সদস্য বাউল আব্দুল খালেক এবং বিএনপি সদস্য ওহিদুর রহমান।
No comments