খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে মাঠে ছিলেন সাংসদ আয়েন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘিরে দিনের বেশীরভাগ সময় কেটেছে অঘোষিত আতংক। নগর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে ও পাড়ামহল্লাতে রায় ঘোষণার অপেক্ষায় বিশেষ করে টিভি সেটের দিকে তাকিয়ে থাকে জনগণ। আবার এ জনগণের বেশীরভাগই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এদিক থেকে স্থানীয় সংসদরাও পিছিয়ে ছিল না। মাঠে ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখতে দিনের পুরো সময়ই উপস্থিত ছিলেন তাঁর নির্বাচনী আসনের কোন না কোন এলাকায়। সহিংসতার আশংকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নেতকর্মী ও জনগনকে সাথে নিয়ে মাঠে ছিলেন বলে জানান তিনি।
সংসদ সদস্য আয়েন উদ্দিন তাঁর নির্বাচনী এলাকার নওহাটা কলেজ মোড়, বায়া বাজার, খড়খড়ি, কাশিয়াডাঙ্গা, মোহনপুর ও কেশরহাটে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রত্যেককে আদালতের রায়কে সম্মান জানাতে ও মেনে নিতে আহবান জানান। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা প্রতিরোধেও সকলকে সজাগ থাকতে বলেন।
এ সময় তার সাথে ছিলেন, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, পৌর ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা অমল কুমার সাহা, আমজাদ হোসেন প্রমুখ।
No comments